গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকার এক গৃহবধূকে দুদিন ধরে অনাহারে রেখে শ্বশুর বাড়ির লোকজন মারধর করে খুনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে, ঘটনা নাম জড়িয়েছে পঞ্চায়েত ভোটে জয়লাভ করা বিজেপির গ্রাম পঞ্চায়েতের এক সদস্যর বিরুদ্বেও, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে,পুলিশ ঘটনার তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৭শে জুলাই দক্ষিণ দিনাজপুর :——–—-এক গৃহবধূকে কয়েকদিন ধরে অনাহারে রেখে মারধর করে খুনের চেষ্টা করেছে বলে শ্বশুরবাড়ি লোকজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনায় নাম জড়িয়েছে কয়েকদিন আগে হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে এক বিজেপির গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যর নামও।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকায়।অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে জীবনে বেঁচে থাকা ওই গৃহবধু পুরো শ্বশুরবাড়ির এমন নির্যাতনের বিষয়টি জানিয়ে গঙ্গারামপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখে কড়া ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।যদিও অভিযুক্তরা তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে কেশবপুর সহ জেলাজুড়ে। গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকার বাসিন্দা গোপাল সরকারের সঙ্গে মালদা জেলার বাসিন্দা গৃহবধূ বুলটি সরকারের সঙ্গে সাড়ে চার বছর আগে সম্বন্ধ করে বিয়ে হয়।বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে বসবাস করা শুরু করে স্বামী গোপাল সরকারকে নিয়ে।প্রথমে তাদের সংসার সেখানে থেকে ভালই চলছিল বলে খবর।বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনদের হাতে নির্যাতিতা গৃহবধূ বুল্টি সরকারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই নানা কারণে অকারণে স্বামী গোপাল সরকার, দেওর বিষ্ণু সরকার, নারায়ণ সরকার, শশুর অনাদি সরকার, শাশুড়ি দুলবা সরকারেরা মিলে তার উপরে যথেষ্ট নির্যাতন করা শুরু করে। গৃহবধূ বুলটি সরকারের অভিযোগ ,গত ২৫ জুলাই রাত্রি দশটার দিকে অভিযুক্ত তার স্বামী, দুই দেওর, শ্বশুর শাশুড়ি ও কয়েকদিন আগে হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জয়লাভ করা তার ছোট দেওয়ারের স্ত্রী পূজা সরকারের ষড়যন্ত্রে পরিবারের লোকজন তাকে কয়েকদিন অনাহারে রেখে ব্যাপকহারে তাকে মারধর করে বলে গৃহবধূ বুলটি সরকার অভিযোগ করেন।যে ঘটনা জানিয়ে তার স্বামী, শ্বশুর বাড়ির লোকজন , দেওর ও তার স্ত্রী সেই সঙ্গে সদ্য পঞ্চায়েত ভোটে কেশবপুর দক্ষিনে জয়লাভ করা বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যা পূজা সরকারের নামেও গৃহবধূ বুলটি ষড়যন্ত্রের অভিযোগ করেন। নির্যাতিতা ওই গৃহবধূ বুলটি সরকারের অভিযোগ,পরিবারকে বাঁচাতে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনমতে মুখে অন্য তুলি। তার অভিযোগ, শ্বশুরবাড়ি সকলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেছি পুরো ঘটনা জানিয়ে।স্বামী সংসার না করলে ছেড়ে দেক নিজে যা পারি তাই করে বেচে থাকব। আইনের দ্বারস্থ হয়েছি প্রশাসন ব্যবস্থা দাবি জানাই। গঙ্গারামপুর থানা সূত্রে জানা গেছে, বুলটি সরকারের লিখিত অভিযোগ পাওয়ার পরেই তাদের কেশবপুরের বাড়িতে গিয়ে তদন্ত করে দেখে পুরো বিষয়টি সত্যতা প্রমাণ পেয়েছেন। আইনগতভাবে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের তরফে তাদের বিরুদ্ধে ওঠাও অভিযোগ অস্বীকার করা হয়েছে। এমন ঘটনা নিয়ে ইতিমধ্যে গঙ্গারামপুর থানার কেশবপুর সহ জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *