গঙ্গারামপুর ২৩ নভেম্বর দক্ষিণ দিনাজপুর ———————–গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরো এক যুবক।শনিবার রাত্রি আনুমানিক ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালিতলা নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের সামনে গুরুতর আহত অবস্থায় দুজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক যুবককে মৃত বলে ঘোষনা করেন।অপর গুরুতর আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।মৃত ও আহত দুজনের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।পুলিশ যানজোট মুক্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে পথ দুর্ঘটনায় মৃত ওই যুবকের নাম আকাশ রায় (২০)বছর,আহত আরেক যুবকের নাম আকাশ সুরধর (২১) বছর।তাঁদের দুজনের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়।
পুলিশি সুত্রে খবরে যানা গিয়েছে,শনিবার রাতে মৃত ও আহত ওই দুই যুবক একটি মটোর বাইক নিয়ে তাঁদের বাড়ি থেকে কালিতলার দিকে আসছিল।সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে গঙ্গারামপুরের দিক থেকে বুনিয়াদপুরের দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গঙ্গারামপুর থানার কালিতলা নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের সামনে ওই মটোর বাইককে সজ্বরে ধাক্কা দিয়ে বুনিয়াদপুরের দিকে পালিয়ে যায়। ঘটনায় ওই দুই মটোর বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয়। বিষয়টি এলাকাবাসীরা দেখতে পেরে সেখানে ছুটে এসে তাঁদেরকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় বাসিন্দা আকাশ রায়কে মৃত বলে ঘোষনা করেন। বাকি আহত একই এলাকার বাসিন্দা আকাশ সুত্রধরকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠিয়ে দেয়।
এবিষয়ে ঘটনাস্থলের দুই এলাকাবাসী ধ্রুবরঞ্জন রায় ও প্রদীপ বিশ্বাসেরা জানিয়েছেন, একটি গাড়ি গঙ্গারামপুরের দিক থেকে প্রচন্ত গতিতে ছুটে এসে কালিতলাতে একটি বাইক আরোহীকে সজ্বরে ধাক্কা মারে। সেখানেই দুজন গুরুতর আহত হয়।একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি, আরেক জনের অবস্থা আশঙ্কা জনক রয়েছে। তাঁকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে।
এমন ঘটনার খবর পাবার পরেই সেখানে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।তারা মালদা বালুরঘাট ৫১২নম্বর জাতীয় সড়ক কালিতলা এলাকা থেকে যানজোট ও দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ্য মটোর বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে,ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
এমন ঘটনায় বাপক শোরগোল পরেছে কালিতলা সহ গঙ্গারামপুর শহরজুড়ে

