গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় নাম ওঠা কালদিঘির বাসিন্দা প্রদীপ চৌধুরী বিজেপি দলের কেউ নয় বলে এলাকার বিজেপি নেতার দাবি,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর 22 এপ্রিল দক্ষিণ দিনাজপুর :—–-রাতের অন্ধকারে দোকানের দরজা ও ক্যাশ বাক্স ভেঙে চুরির অভিযোগ তুলেছিল এলাকার দোকানদার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদীঘি এলাকায়।এলাকার ব্যাবসায়ী সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযুক্ত সহ আরেকজনের এমন কান্ডের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। দোকানদার ও তার ছেলে বলেন,ঘটনায় যাদের দোকানে এমন চুরির ঘটনা করেছে বলে দেখা গিয়েছে তারা এলাকার বিরোধীদলের করে বলেই পরিচিত।দোকানের সিসিটিভি ফুটেজ থেকেই তাদের এমন চুরি করার ফটো দেখা যাচ্ছে। পুরো ঘটনা জানিয়ে অভিযুক্তদের নামে গঙ্গারামপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন ওই দোকানদার।অভিযুক্তরা ঘটনার কথা অস্বীকার করেছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। গঙ্গারামপুর থানার আশ্বিনপাড়ার এলাকার বাসিন্দা বিমল মহন্তর কালদিঘী বটতলাতে একটি দোকান রয়েছে। সেই দোকান চালিয়ে তার সংসার পরিচালনা করা হয়ে থাকে বলে জানা গিয়েছে। নিজে দোকানে থাকার পাশাপাশি ছেলে সেই দোকান পরিচালনা করে থাকেন। অভিযোগ উঠেছে, ১৬ এপ্রিল তারিখ গভীর রাতে রঘুনাথবাটি এলাকার বাসিন্দা প্রদীপ চৌধুরী দোকানের সামনে যায়। তারপর দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্স থেকে বেশ কিছু টাকা পয়সা চুরি করে বলে অভিযোগ ওঠে। এমনকি যাওয়ার সময় দোকানের সামনে থাকা একটি বাল্ব চুরি করে নিয়ে যায় তারা। যে চুরির ঘটনার ছবি পাশে ব্যাবসায়ী হার্ডওয়ার্সের দোকানদার সিসিটিভি ফুটেজ থেকে সেই ঘটনার ছবি সামনে আসে। সেখানে দেখা যায় অভিযুক্তদের কর্মকাণ্ডের বিষয়। পুরো ঘটনা জানিয়ে বিমল মহন্ত গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান প্রদীপ চৌধুরী সহ দুজনের নামে লিখিত অভিযোগ জানান। সূত্রে জানা গেছে অভিযুক্ত আশ্বিনপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ চৌধুরী বিজেপি করেন বলে খবর । বিমল মহন্ত নামে ওই দোকানদার ও তার ছেলের অভিযোগ, এটাও দুষ্কৃতীদের কাজ। চুরির কাণ্ড করেছে তাদের পুলিশ উপযুক্ত ব্যবস্থানিক সেই দাবি জানাই। গঙ্গারামপুর থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা করে নিচ্ছে বলে জানা গেছে । ৫ নম্বর দমদমা মন্ডল সভাপতি অর্পণ দত্ত এমন অভিযোগ অস্বীকার করে বলেন,অভিযুক্ত আমাদের দলের কর্মী নয়।পঞ্চায়েত ভোটের আগে এলাকার তৃণমূল নেতারা এমন নোংরা খেলায় মেতেছে ।এটা মেনে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *