গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশিম মোরে শর্ট সার্কিতে আগুন লেগে পড়ে গেল সাতটি দোকান,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ রাজ্য

গঙ্গারামপুর ২২ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর : রাতের অন্ধকারে শর্ট সার্কিট থেকে আগুনে লেগে পুড়ে গেল ৭টি দোকান। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দোমুঠা কাশিমমোড় এলাকায়। ঘটনায় সাদ্দাম হোসেন নামে ৩২ বছর বয়সি এক যুবক জখম হয়েছে। তাঁর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি ব্লক প্রশাসনও। ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গঙ্গারামপুরের দমকল।ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে।
গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দোমুঠা কাশিম মোড় এলাকায় রয়েছে বেশকিছু দোকান।প্রতিদিনের মত গতকাল রাতে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার পাশে থাকা দোকানগুলি বন্ধ করে বাড়ি যান বলে খবর। গভীর রাতে ইলেকট্রিক শট সার্কিট থেকেই ওই ওই সমস্ত রাস্তার ধারে থাকা দোকানগুলিতে ভয়াবহু আগুন লাগে।যা ওখানে থাকা সাররের দোকানে আগুন লাগে। বিষয়টি নজরে আসতে স্থানীয় মানুষজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু তাঁর আগেই আলাউদ্দিন আলি,আইয়ুব আলি,সইদুর কবিরাজ,জাহাঙ্গীর আলম,অভিজিৎ শীল,উজ্জ্বল বর্মন,হামিদুর মিঁয়ার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় আগুন নেভাতে গিয়ে সাদ্দাম হোসেন নামে এক যুবক গুরুতর জখম হয়। তাকে উদ্ধার নিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। রাতেই গঙ্গারামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনে। রাতের অন্ধকারে এক সঙ্গে আগুনে পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সরকারি সাহায্যের দাবি উঠেছে। প্রাথমিক ভাবে অনুমান শট সার্কিট আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা। বৃহস্পতিবার সকাল হতেই ঘটনা স্থলে ছুটে যান অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ক্ষীরমোহন রায়,গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত ভট্টাচার্য ব্লক প্রশাসনের লোকজনদের পাশাপাশি একাধিক নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *