গঙ্গারামপুর ৩0ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর —————–—– শনিবার বিকাল ৩টায় গঙ্গারামপুর আইএনটিটিইউসির ডাকে গঙ্গারামপুর টোটো চালকদের নিয়ে আলোচনা সভা করা হলো দেবীকোট ভবনে । আগামী দিনে টোটো চালকদের ভাড়া বৃদ্ধি ও আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে । এ দিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নাজিমুর রহমান, জেলা সম্পাদক রফিকুল ইসলাম, গঙ্গারামপুর টাউন শ্রমিক সংগঠনের সভাপতি রাজু ঘোষ সহ শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব।

