পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ অক্টোবর ——– বড়সড় মাদক কারবারের হদিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। পূর্ব হালদারপাড়ায় পুলিশি অভিযানে নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক ইনজেকশন সহ গ্রেফতার এক। উদ্ধার ৪৯৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ১৩,৫০০ টি মাদক ইনজেকশন। শনিবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার।
পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম অসীম সরকার (২৪), যার বাড়ি পূর্ব হালদারপাড়া এলাকায়। শুক্রবার রাতে পুর্ব হালদারপাড়া এলাকার বাসিন্দা তথা মূল অভিযুক্ত জয়দেব সরকারের বাড়িতে গোপন খবর পেয়ে অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। যেখান থেকেই ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক ইনজেকশন উদ্ধার করে পুলিশ। ওইদিন যে অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি ডাইরিও উদ্ধার করা হয়েছে, যেখানে মাদক সংক্রান্ত লেনদেনের তথ্য থাকতে পারে বলেও অনুমান পুলিশের। শনিবার ধৃত অসীম সরকারকে ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। শুধু তাই নয়, এই ঘটনার পিছনে আরো কারা যুক্ত রয়েছে তা নিয়েও তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। একইসাথে পলাতক বাড়ির মালিক জয়দেব সরকারের সন্ধানে তল্লাশি জারি রয়েছে পুলিশের।
বাইট: ইন্দ্রজিৎ সরকার (দক্ষিণ দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ )

