গঙ্গারামপুর 11জুন দক্ষিণ দিনাজপুর।ট্রাফিক পুলিশ ও নার্সিংহোম এর যৌথ উদ্যোগ শহর এলাকার মধ্যে চৌপথি,বাসস্ট্যান্ড,কালদিঘি হাসপাতাল মোড় এলাকায় কর্তব্যরত সিভিক ও পথচলিত মানুষজনদের এছাড়াও হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়দের জল ও ওয়ারিশ দেওয়া হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাফিক ওসি ও একটি নার্সিং হোমের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সিভিক পুলিশ থেকে শুরু করে রোগীর আত্মীয় থেকে শুরু করে সকলেই। তীব্র দাবদহ চলছে জেলার পাশাপাশি গঙ্গারামপুর শহর জুড়েই।কিছুদিন আগেই গঙ্গারামপুরের ট্রাফিক ওসি হিসেবে কাজে যোগদান করেছেন রঞ্জিত দাস নামে পুলিশ ট্রাফিক পুলিশ অফিসার।তিনি তার টিমকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন। রবিবার একটি অনুষ্ঠান করে গঙ্গারামপুরে সুভাষ পল্লীতে অবস্থিত নার্সিংহোম কর্তৃপক্ষের সহযোগিতায় ও গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে গঙ্গারামপুরে চৌপথি, বাসস্ট্যান্ড কালদিঘি হাসপাতাল মোড় কর্তব্যরত সিভিকদের পাশাপাশি হাসপাতালে আসার রোগী ও তাদের আত্মীয় পরিজনদের হাতে ঠান্ডা পানীয় জল এবং ওয়ারেস বিলি করা হয়।সেখানে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাস ,সন্ধ্যা নার্সিংহোমের কর্নধর আনন্দ কুমার পাল, ট্রাফিকের অফিসার সহ বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার্স ,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাস জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে এমন কাজ করা হচ্ছে।তীব্র দাবদাহ মেটাতে এমন কাজ আগামীতেও করা হবে। গঙ্গারামপুর সুভাষপল্লীতে অবস্থিত নার্সিংহোম কর্তৃপক্ষের কর্ণধর আনন্দ কুমার পাল জানিয়েছেন, ট্রাফিক পুলিশের এমন কাজে সাড়া না দিয়ে থাকতে পারেনি। তাই এমন কাজে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করা হয়েছে। এমন উদ্যোগে খুশি হয়ে অভিনুর মিয়া নামে এক সিভিক ভলেন্টিয়ার্স ও হাসপাতালের পরিসেবা নিতে আসা গৌড় চন্দ্র বর্মন খুশি হয়ে জানান, উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাফিক পুলিশ ও নার্সিংহোম কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সকলেই প্রশংসা করেছেন।

