দক্ষিণ দিনাজপুর। বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে থাকা পর এলাকার উচ্চ আলোর বাতিস্তম্ভ সারাই করার উদ্যোগ নিল প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল নেতা। দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার রামপাড়া চেচড়া এলাকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল নেতা গৌতম দাসের বাড়ির পাশের এমন ঘটনাটি এলাকাবাসীদের কাছে জানতে পেরেই তিনি উদ্যোগ নেন।তড়িঘড়ি তপন পঞ্চায়েত সমিতি ও তপন বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেই উচ্চ আলো বাতিস্তম্ভটি পুনরায় সারাই করে দিলেন মানুষজনদের জন্য। প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল নেতার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসিরা। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক গৌতম দাসের বাড়ি তপন ব্লকের রামপাড়া চেচড়া এলাকায়। তার বাড়ির পার্শ্ববর্তী এলাকাতেই এলাকাবাসীদের সুবিধায় তার উদ্যোগেই উচ্চ আলোর বাতিস্তম্ভটি বসানো হয়েছিল বহুদিন আগে।বেশ কিছুদিন আগে সেই বাতিস্তম্ভটি হঠাৎ করে খারাপ হয়ে যায়। বিষয়টি এলাকাবাসীদের কাছ থেকে জানতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে তপন পঞ্চায়েত সমিতি ও ব্লক বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেই উচ্চ আলোর বাতিস্তম্ভটি বেহাল হয়ে পড়ে থাকার পরে তা সারাই করার উদ্যোগ নেন।নিজে দাঁড়িয়ে থেকে সেই উচ্চ আলোর বাতিস্তম্ভটি তিনি সারাই করান।এলাকাবাসীরা সে বিষয়টি দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করেন

