গঙ্গারামপুরের পঞ্চায়েতের ভোট কর্মীরা প্রশিক্ষণ নিতে এসে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি করলেন, জমা করলেন বিডিওর কাছে গণ অভিযোগপত্র, শোরগোল

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর,২৪ জুন :——— রায়গঞ্জের ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুর ভয় যেন তাড়া করছে এবারের ভোট কর্মীদের মনে। স্বাভাবিক ভাবেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ভোট কর্মীরাও সরব হলেন। পাশাপাশি ব্লক প্রশাসনের কাছে লিখিত ভাবে আবেদন জানালেন। ভোট কর্মীদের এমন দাবিতে শোরগোল পড়েছে গঙ্গারামপুরে। ভোট কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর দাবিটি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বিডিও। পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের উপর যেতে পারেন বলে বলে হুমকি দিয়েছেন।
শনিবার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে দুটি ধাপে প্রায় ৯৬০ জন ভোট কর্মীর প্রশিক্ষন ছিল। প্রথম ধাপে প্রায় ৪৮০ জন ভোট কর্মী প্রশিক্ষন নিতে হাজির হন। তাদের প্রশিক্ষন দিতে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে হাজির হন অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার,গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে ভোট কর্মীরা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দেবার দাবি তোলেন। এতে শোরগোল পড়ে যায়। এমন কি প্রশিক্ষন শেষে ভোট কর্মীরা দল বেঁধে ব্লক অফিসে হাজির হয়। পাশাশাশি শতাধিক ভোট কর্মীদের স্বাক্ষর করা একটি লিখিত দাবি জমা দেওয়া হয় ব্লক অফিসে। এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুরের প্রায় ১৪০০ভোট কর্মী রয়েছে।
ভোট কর্মী তাপস রায় বলেন,আজকে আমরা গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ভোট নেবার প্রশিক্ষণ নিতে এসেছিলাম। কিন্তু আমরা বিগতদিনের পঞ্চায়েত ভোটের দেখেছি রাজকুমার রায় নামে এক ভোট কর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আমরা নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছি।এপ্রসঙ্গে সুকান্ত সাহা নামে এক ভোটকর্মী বলেন,বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি রায়গঞ্জের রাজকুমার রায় নামে এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে।এবারে আমরা যারা ভোট কর্মী তাদের সুরক্ষার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছি। বিষয়টি অতিরিক্ত জেলা শাসক এবং বিডিও সাহবের কাছে লিখিত আবেদন জানিয়েছি।
গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন,গঙ্গারামপুরে প্রায় ১৪০০ ভোট কর্মী রয়েছেন। আজকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৯৬০ জন ভোট কর্মীর প্রশিক্ষন হল। সেখানে ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর বলা তুলে ছিলেন। বিষয়টি জেলার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাব।
এখন দেখার এটাই ভোট কর্মীদের প্রশিক্ষণ নিতে আশায় প্রশাসনের উপরে তাদের এমন চাপ জেলা প্রশাসন কিভাবে মেটায় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *