গঙ্গারামপুরের ছট পুজোর পুনর্ভবার নদীঘাটের পরিকাঠামোর সমস্ত দিকের খোজ খবর নিলেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসন সহ বিশিষ্টজনেরা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ৭ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর: —–  ছট পূজার সমস্ত দিকের পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার ও জেলা শাসক সহ বিশিষ্ট জনেরা। প্রশাসনিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পুনর্ভবা নদী ঘাটের সমস্ত দিকের পরিকাঠামোর বিষয়ে খোঁজখবর নিলেন আধিকারিকেরা। সকলে যেন সুষ্ঠুভাবে ছট পূজোর উৎস পালন করতে পারে সেই কথায় জানালেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক। পরিকাঠামো খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ,মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। প্রতিবছরের মতো এবছরও গঙ্গারামপুর পৌরসভার পুনর্ভবা নদী ঘাটের ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সমস্ত অবাঙালি সম্প্রদায়ের মানুষজন সূর্যদেবের আরাধনা করে থাকেন। পরিকাঠামোর কেমন রয়েছে সে বিষয়ে দিন খোঁজখবর নিতে ছুটে আসেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলাশাসক বীজিন কৃষ্ণা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন, গঙ্গারামপুরে মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,গঙ্গাপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রজত প্রধান সহ একাধিক প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, সকলেই যেন ছট পুজো আনন্দের সঙ্গে পালন করতে পারে তার পরিকাঠামো খোজ খবর নিতে এখানে আসা হয়েছে। ছট পুজোর ঘাটে পুলিশ প্রশাসনের পাশাপাশি ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকবে। জেলাশাসক বীজিন কৃষ্ণা জানিয়েছেন, সকলেই যেন উৎসবটাকে আনন্দের সঙ্গে পালন করতে পারে সেই কারণেই গঙ্গারামপুরের পরিকাঠামো খতিয়ে দেখা হল। আনন্দের সঙ্গে দিনটি পালন করুন সেই আশায় রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *