গঙ্গারামপুর 18অক্টোবর দক্ষিণ দিনাজপুর:———––খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুক্রবার দুপুরে কালীপুজোর সুচনা করা হল। এবারের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালদিঘীর নামকরা পদাতিক ক্লাব শ্যামা পুজোতে প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা থাকবে বিরাট চমক।তুলে ধরা হবে রাজ্যে সরকারের একাধীক উন্নয়ন মূলক কাজের ক্ষতিয়ান। দুটি সম্প্রদায়ের মিলন ক্ষেত্রের মধ্যে দিয়ে তাঁদের শ্যামাপূজা।গত বারের মত এবারেও জেলার সেরা শ্যামা পুজো হবে বলে দাবি করলেন উদ্যাক্তারা।
48তম বর্ষে গঙ্গারামপুর শহরের কালদিঘীর পদাতিক ক্লাব শ্যামা পুজোতে মানুষজনদের কাছে নতুন কিছু চমক দেবার চেষ্টা করেছেন। এবছর এই ক্লাবের কালীপুজোতে 5হাজারের উপরে বাস দিয়ে তৈরি করা হবে কাল্পনিক মন্দিরের আদলে পুজো প্যান্ডেল তৈরী হবে। মৃৎ শিল্পীর হাতে এবারে এই ক্লাবের কালী প্রতিমাতে দেখা যাবে একাধীক দৃশ্য। যা দেখে সকলের মন জুড়াবে বলেই আশা করছেন ক্লাব কর্তৃপক্ষ।নবদ্বীপের আলোকসজ্জার মাধ্যমে শ্যামা পূজা দর্শনার্থীদের বিনোদন দেবে।থাকবে কচিকাঁচাদের জন্য বিনোদন দেবার জিনিসও।রাজ্যে সরকারের একাধীক উন্নয়ন মূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরা হবে বলে ক্লাব সুত্রেই যানা গেছে।
কালদিঘী পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস জানিয়েছেন, শ্যামা পুজো বলতে পদাতিক ক্লাবের পুজোর দিকে সকল মানুষজন তাকিয়ে থাকে। বহু আর্কষন রেখেছি এবারের পুজোতে। পুজোর কয়েকদিন থাকবে বিভিন্ন অনুষ্টানও। আমাদের ক্লাবের সকল সদস্যর দুর্গতদের পাশে আছে আর আগামীতেও থাকবে। করা হবে বহু সমাজিক মুলক কাজকর্মও। গত বছরের মত এবছরও আমরা জেলার সেরা শ্যামা পুজোর পুরস্কার পাব বলে আশা রাখছি।
কালদিঘী পদাতিক ক্লাবের পুজো কমিটির সম্পাদক আনোয়ার হোসেন জানিয়েছেন, মানুষজন যেন আমাদের পুজোতে এসেই বেশি করে আনন্দ উপভোগ করতে পারে তাঁর জন্য সব ধরনের আয়োজন করেছি। আমাদের পুজোতে সকল সম্প্রচার মানুষজন মিলেমিশে একাকার হয়ে যায়।
জেলার মধ্যে এই ক্লাবের কালীপুজোতেই দুটি সম্প্রাদয়ের মানুষজন মিলে মিশে একাকার হয়ে পুজো উপভোগ করে থাকেন। আমরা সকলে ভাই ভাই। তাই আমরা প্রতি বছরের মত এবছরও মিলে মিশে কালী পুজো করে থাকি। এখানেই থাকে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনও। এবছর যে শ্যামা পুজোতে গঙ্গারামপুরের পদাতিক ক্লাব যে তাঁদের পুজোতে আকৃষন রাখবেই সে বিষয়ে বলার কোন অপেক্ষা রাখে না।

