গঙ্গারামপুরের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এর ছাত্র অরিজিৎ পাল এবার এশিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিল। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের ছাত্ররা এর আগেও দুটো ইন্ডিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিয়েছিল। পরপর এতগুলো রেকর্ড করায় খুশি স্কুল কর্তিপক্ষ,গঙ্গারামপুর বাসি তথা জেলা বাসি। অরিজিৎ মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ৫০ টা বাণী ইংরেজিতে বলে এশিয়া বুক অব রেকর্ড নিজের নামে করে নিয়েছে। অরিজিতের বয়স মাত্র ছয় বছর ও ইউ কেজি তে পড়ে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে। এদিন স্কুল এর পক্ষ থেকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল কৃতি ছাত্রদের জন্য। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র মহাসায়, Dr. Subhabrata Deb, অধ্যাপক at University of Alaska, Scientist Dr. Debabrata Deb. এদিন অরিজিৎ পাল ও সুমিত সাহা কে এশিয়া বুক অফ রেকর্ড ও ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর পুরস্কার তুলে দেন মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয় ও স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল অসীম ঘোষ।

