এদিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বুড়িদিঘিতে টুর্নামেন্টের উদ্বোধন করলেন গঙ্গারামপুর সাব ডিভিশনের SDPO এবং গঙ্গারামপুর থানার IC সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনরা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি পার্শবর্তী জেলার কয়েকটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
সব মিলিয়ে ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে পুরস্কৃত করা হয় আয়োজকদের তরফে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এলাকার যুবকদের খেলাধুলা প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন এই আয়োজক কমিটি। এলাকার প্রায় দুই শতাধিক গরিব দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, ফলের চারাগাছ প্রদান করা হয় এলাকাবাসীদের। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো পরিষেবা প্রদানের আয়োজন করা হয় এই আয়োজক সংস্থার তরফে।
টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সব মিলিয়ে এদিনের এই আয়োজন দেখতে এলাকাবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

