খুঁটি পূজার মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়নপুর কলোনি ইউথ ক্লাবের দুর্গ পুজোর প্যান্ডেলের কাজের সূচনা করলেন মন্ত্রী বিপ্লব

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর:-  হস্ত শিল্পের উপর নজর রেখে রাজ্যের শিল্পের উন্নয়নে বার্তা দিয়ে ৫১তম বর্ষে দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইয়ুথ ক্লাব।রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্যান্ডেলের কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকঢোল বাজিয়ে এদিন ধুমধাম সহকারে ইয়ুথ ক্লাবের খুঁটি পূজা করা হয়। তাদের পুজোতেও থাকবে বিশেষ আকর্ষণ বলে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছে। গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে ইন্দ্রনারায়নপুর কলোনিতে অবস্থিত ইয়ুথ ক্লাবের এবছরের দুর্গা পুজোতে থিম হিসেবে থাকছে শিল্পের ভাবনাকে তুলে ধরা হয়েছে। যা রাজরাজেশ্বরী মন্দিরের দেবীবরণ।রাজ্যে আসুক শিল্প হোক কর্মসংস্থানের সুযোগ সুযোগ ।এই দাবিকে সামনে রেখেই রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরেই প্যান্ডেল তৈরির কাজে সূচনা করা হয়।পুরোহিতের মন্ত্র উচ্চারণ মহিলাদের উলুধ্বনি, ঢাকের বাজনা সহকারে খুঁটি পূজার সূচনা করা হয়।প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থাকবে তাদের পুজোতে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন। অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও,সমাজসেবী সাব্দুল মিত্র, ক্লাবের সম্পাদক রঞ্জিত ব্রহ্ম, সভাপতি নির্মল কুমার চাকি, এবছরের পুজো কমিটির যুগ্ম সম্পাদক কৌশিক সরকার ও প্রদীপ সাহা,পুজো কমিটির সভাপতি চন্দন সেন,ক্লাবের অন্যতম সদস্য বিপ্লব সেন,কমল চাকি,রবীন্দ্রনাথ দাস,শ্যাম্পু সাহা,তুষান কর্মকার,তমাল কর্মকার, কুন্তল সরকার, ওয়ার্ড কাউন্সিলর তথা ক্লাব সদস্য আশুতোষ ধর ,সুজিত সাহা, রাতুল দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,ইয়ুথ ক্লাবের দুর্গাপুজো সকলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ক্লাবটি সারা বছরই মানুষজনের জন্য কাজ করে থাকে।এবারও তাদের পুজোতে মানুষজন আনন্দিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইউথ ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন জানিয়েছেন,শিল্পে চিন্তা ভাবনাকে পুনরায় রাজ্যে ফুটিয়ে তোলার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজরাজেশ্বরী মন্দিরের দেবীবরণ থিম তুলে ধরা হবে।তাদের পুজোতে প্যান্ডেল আলোর সজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থাকবে। তাদের পুজো সকলের কাছে আকর্ষণীয় হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *