খাঁচা ভেঙ্গে পালালো চিতাবাঘ। বনদফতরের পাতা খাঁচায় বন্দী হওয়া চিতা খাচা ভেঙ্গে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

জলপাইগুড়ি:-  ডুয়ার্সের আমবাড়ি চা বাগানের ঘটনা। পালানোর সময় চা বাগানের এক চৌকিদারকে জখম করে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘটি।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের আমবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব হচ্ছিল। যার ফলে আতংক ছড়িয়েছিলো বাগানের শ্রমিকদের মধ্যে। বাগান কতৃপক্ষের আবেদনে বনদফতর থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের ১৬/১৭ নম্বর সেকসনে। সোমবার সকালে দেখা যায় খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ। চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে ভিড় জমান । হঠাৎ কমজোরি খাঁচার দরজা ভেঙে চিতাবাঘটি বাইরে বেড়িয়ে আসে।বেড়োনোর সময় খাঁচার সামনে দাঁড়িয়ে থাকা বাগানের চৌকিদারকে জখম করে। এরপর জঙ্গলে পালিয়ে৷ ঘটনার জেরে ব্যাপাক আতংক ছড়িয়েছে শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বনদফতরের ডায়না রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা পালিয়ে যাওয়া চিতাবাঘটির খোজে তল্লাশি শুরু করেছে। জখম চৌকিদারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, বনদফতরের পাতা খাচাটি দুর্বল ছিলো, যার ফলে এই ঘটনা ঘটেছে।যদিও বনদফতরের তরফে দাবি করা হয়েছে, খাঁচায় কোনো সমস্যা ছিলো না। প্রচুর মানুষের জমায়েত হওয়াতে চিতাবাঘটি উত্তেজিত হয়ে খাচার একাংশ ভেঙ্গে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *