ক্ষুদে ফুটবলারদের সাহায্যর্থে এগিয়ে এলেন শিক্ষিকা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

ক্ষুদে ফুটবলারদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে এলেন এক শিক্ষিকা। নাম চন্দ্রানী রায়। বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায় হলেও কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরে থাকেন। বাবা মনি রায় রায়গঞ্জ টাউন ক্লাবের দীর্ঘদিনের কোচ হিসাবে পরিচিত। কাজেই খেলাধুলার প্রতি বিশেষ টান থাকা চন্দ্রানির প্রতি স্বাভাবিক। আর সেই টান থেকেই রায়গঞ্জ টাউন ক্লাবের প্রশিক্ষণরত ক্ষুদে ফুটবলারদের ব্রেকফাস্ট টিফিনের দায়িত্ব নিলেন তিনি। কিছুদিন আগেও তার কানে আসে মাঝে মাঝেই খুদে ফুটবলাররা না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। সেই কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তে খুশি তার বাবা। মনি বাবু বলেন মেয়ের এ ধরনের সাহায্যের সিদ্ধান্ত তাকে গর্বিত করেছে। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিত ঘোষ জানান একাধিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বরাবরই তারা রায়গঞ্জ তথা জেলার মাটি থেকে ভালো ফুটবলার তুলে আনার চেষ্টা করছেন। চন্দ্রানির এ ধরনের পদক্ষেপ তাদের এই প্রয়াসকে অনেকটা এগিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *