কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে চলছে রাতের অন্ধকারে বিতর্কিত করণ বিলের মাটি খননের কাজ। রাতের অন্ধকারে করণ বিলের মাটি কেটে পুকুর তৈরির ঘটনায় চাঞ্চল্য। ক্ষিপ্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে আগুন লাগলো মাটি খননের কাজে বেবহিত জেসিবিতে। চললো গুলি, ফাটলো বোমা। নীরব দর্শক পুলিশ। এলাকায় বসানো হলো পুলিশ পিকেট। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের করনবিল এলাকার ঘটনা।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে চলছে রাতের অন্ধকারে বিতর্কিত করণ বিলের মাটি খননের কাজ। রাতের অন্ধকারে করণ বিলের মাটি কেটে পুকুর তৈরির ঘটনায় চাঞ্চল্য। ক্ষিপ্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে আগুন লাগলো মাটি খননের কাজে বেবহিত জেসিবিতে। চললো গুলি, ফাটলো বোমা। নীরব দর্শক পুলিশ। এলাকায় বসানো হলো পুলিশ পিকেট। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের করনবিল এলাকার ঘটনা।

উল্লেখ্য বেশ কয়েক দিন আগে এই করণ বিলে অবৈধভাবে পুকুর খোড়ার ঘটনাকে ঘিরে করণ বিলের আশেপাশের গ্রাম শহরকুড়ি, বৈঠক, ধুতুর, টিকুল, মকরামপুর সহ আরো অন্যান্য ক্ষিপ্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে বংশীহারী থেকে মহিপাল যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনাকে ঘিরে বংশীহারী বিডিও অফিসে গ্রামবাসীদের সঙ্গে করা হয় আলোচনা সভা। গ্রামবাসীদের সমস্যা সমাধান না হওয়ায় গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলা চালু হয়। মহকুমা আদালত করণ বিলে অবৈধভাবে চলা পুকুর খননের কাজের স্থগিতাদেশের নির্দেশ দেয়। কিন্তু মহকমা আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে পুকুর বাধানোর কাজ চালু ছিল বলে সুত্রে খাবর। শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ কেউ বা কাহারা রাতের অন্ধকারে জেসিবিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় গুলি চলে ও বোমা ফাটানো হয় তীর ধনুক চলে বলে অভিযোগ শুকাঁকুরির বাসিন্দাদের।

এই বিষয়ে শুকানকুরীর বাসিন্দা সোহেল রানা ও রমজান আলী অভিযোগ করে জানিয়েছেন আমরা নিজের রায়তে সম্পত্তিতে পুকুর খননের কাজ করছিলাম গ্রামবাসীরা বাধা দিলে কাজ বন্ধ থাকে। গতকাল রাত্রে সেখানে থাকা এক জিসিবিতে আগুন লাগিয়ে দেয় টিকুল এলাকার বাসিন্দারা। এই ঘটনায় বংশীহারী থানার পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন করণবিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছে। সে কারণে সেই জায়গায় স্টে অর্ডার জারি করা হয়। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে মাটি খনন করার ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা জেসিবিতে আগুন লাগিয়ে দেয়। আমরা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *