কোচবিহার :- খবর পেয়ে ঘরটায় তলে ছুটে এসে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । একসঙ্গে খবর পাবার মাত্রই ঘটনাস্থলে ছুটে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় । জানা যায় এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস দাঁড়িয়েছিল হঠাৎ করে করে আগুন লেগে যায়।l এবং সেটা দেখতে পায় ওই গ্যারেজে কর্মরত এক ব্যক্তি এবং সে তৎক্ষণাৎ দমকলকে খবর দেন । দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে

