কোচবিহার:- কোচবিহার রাজ আমলের বড় দেবীর পূজা দেহ দেখা পূজা অনুষ্ঠিত হলো বড় দেবী মন্দিরের। প্রায় ৫০০ বছর অতিক্রম করা কোচবিহার মহরাজাদের শুরু করা বড় দেবী পূজা অন্যান্য পূজা থেকে একেবারেই আলাদা। শ্রাবণের শুক্ল অষ্টমী, ময়না কাঠের পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয় । এদিন কোচবিহার দেবি বাড়ি বড় দেবীর মন্দির দেহ দেখা পূজা অনুষ্ঠিত হয় দ্বিতীয় তিথিতে। পূজায় উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা , রাজ প্রতিনিধি দুয়ার বক্সি অজয় কুমার দে বক্সি। নিয়ম অনুযায়ী এদিনের পূজায় তিনি উপস্থিত ছিলেন । কোচবিহার মাজরাজার এই পূজায় রয়েছে বলি প্রথার নিয়ম । মায়ের রং সবটাই আলাদা । মায়ের বাহন হিসেবে এখানে জয়া বিজয়া থাকেন। এক পাশে সিং ও এক পাশে বাঘ থাকে। একসময় এই পূজায় নরবলি হত বলে জানা যায় । তবে বর্তমান নরবলি না হলেও আজও অষ্টমীর দিন গুপ্ত পূজার মধ্য দিয়ে মাকে নর রক্ত দেওয়া হয়। অষ্টমীর রয়েছে বলি প্রথা । মহিষ বলি সহ বিভিন্ন বলে রয়েছে প্রতিদিন ।

