কোচবিহারের পুন্ডিবাড়ি পিচেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনা। গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে একটি বাড়ির ভেতর ঢুকে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের দুটি দোকান। গতকাল রাত দুটো নাগাদ আচমকায় শব্দ শুনতে পান আশেপাশের বাড়ির লোকজন। এরপরই তারা বেরিয়ে আসেন, পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ড্রাইভার ও খালাসীকে উদ্ধার করে নিয়ে যায়। গাড়িটি সরানোর চেষ্টা চলছে

