গঙ্গারামপুর,৮ জানুয়ারি :—————————- সোমবার সন্ধ্যায় পথসভার আয়োজন করা হয় গঙ্গারামপুর চৌপথিতে। এদিন পথসভা করার আগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথিতে এসে শেষ হয়। সেখানে পথসভা করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান,সংগঠনের জেলা সম্পাদক রফিকুল ইসলাম,গৃহশিক্ষকতা টাউন আইএনটিটিইউসির সভাপতি রাজু ঘোষ প্রমুখ।
জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান বলেন,কেন্দ্রের সরকার গাড়ি চালকদের প্রতি যে আইন নিয়ে এসেছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল সহ পথসভা করলাম।

