কেন্দ্রের দ্বিচারিতার বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে সঙ্গবদ্ধ শপথ গ্রহণ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা,২৯ জানুয়ারি :————-— মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি । সোমবার দুপুরে মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, সভাপতি আব্দুর রহিম বক্সী মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার কাউন্সিলর। এদিন মালদা জেলার ১৭টি ব্লক থেকে মহিলা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানে। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব।
তীব্র ভাষায় আক্রমণ করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বড়, মেজ, ছোট দাড়ি রাখছেন, তা নিয়েও কটাক্ষ করেন তিনি। নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।
প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের একাউন্টে ১৫ লক্ষ টাকা দিবেন। কোন প্রতিশ্রুতি তিনি রাখেন না। গরিব মানুষের ১০০ দিন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপির স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হে, তা নিয়েও কটাক্ষ করেন তিনি। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যা করেছেন বিগত দিনে কোন মুখ্যমন্ত্রী তা করেননি। আগামী লোকসভা নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা রয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ৩০ তম সভা অনুষ্ঠিত হচ্ছে মালদায়। ইতিমধ্যে প্রায় ১১ হাজার পাড়া বৈঠক করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে আয়োজন করা হয় পাড়া বৈঠকের। এদিন মালদা জেলাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহিলাদের নিয়ে সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *