আলিপুরদুয়ার : কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিআই ম্যাপিং এর জন্য ফালাকাটা পুরসভাকে নির্বাচন করা হয়েছে , রাজ্যের মধ্যে ফালাকাটা প্রথম পৌরসভা যেখানে ড্রোন দিয়ে ফালাকাটাকে ম্যাপিং করা হবে, তারই উদ্দেশ্যে ছয়জনের এক প্রতিনিধি দল ফালাকাটার বিভিন্ন এলাকা পরিদর্শন করে, ফালাকাটার বজ্র প্রক্রিয়াকরণ প্রকল্প, মুজনাই নদী, সাপটানা নদী এবং বিভিন্ন রাস্তাঘাট তারা পরিদর্শন করেন l এদের সাথে ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরি সহ কাউন্সিলররা।
ফালাকাটা পুরসভায় অমৃত টু প্রকল্পের কাজ শুরু হবে আগামী দিনে সেটারও পরিদর্শন করলেন প্রতিনিধি l
ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী বলেন, রাজ্যের মধ্যে প্রথম ফালাকাটা পৌরসভা নির্বাচন করা হয়েছে যেখানে ড্রোনের মাধ্যমে সমস্ত ফালাকাটাকে জি আই ম্যাপিং এর আওতায় আনা হবে।

