মালদা———–— মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে পথে নামেন। পুখুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার চালকদের বিরুদ্ধে যে আইন আনতে চলেছে তাতে সমস্ত চালক সমস্যায় পড়তে হবে।দুর্ঘটনা ঘটলে প্রাণ গেলে কারাদণ্ড জরিমানা ধার্য করা হচ্ছে।এই ধরনের আইন আসলে দেশ জুড়েই চালকরা সমস্যায় পড়বে। এমন অবস্থায় সেই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা।তাদের অভিযোগ এই আইন আসলে আর গাড়ি চালাতে পারবো না।আমাদের পরিবারকে কে দেখবে কি ভাবে চলবে।

