গঙ্গারামপুর ২৯ শে মে দক্ষিণ দিনাজপুর———————–——বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কেআইটিএম কলেজ কর্তৃপক্ষের।কেআইটিএম কলেজ থেকে পড়াশোনা করে আই আই টি খড়গপুরে সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলেন পাঞ্জারিপাড়ায় অবস্থিত কেআইটিএম কলেজের গঙ্গারামপুরের বাসিন্দা ছাত্র শুভম দেবশর্মা।খুশির হাওয়া জেলা জুড়ে।
উল্লেখ্য ২০১৩ সালে বংশীহারী ব্লকের পাঞ্জারীপাড়া এলাকায় কেআইএটিএম কলেজে ভর্তি হন গঙ্গারামপুর এলাকার বাসিন্দা শুভম দেবশর্মা।২০১৩ সালে কলেজ থেকে পাস আউট করে শুভম দেবশর্মা এর পরেই বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে ।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইআইটি খড়গপুর থেকে তার ডাক আসে সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য। খবর পেতেই হইচই পড়ে যায় শুভম দেবশর্মার পরিবার ও কেআইটিএম কলেজ কর্তৃপক্ষের মধ্যে। শুধু গঙ্গারামপুরের শুভম দেবশর্মা নয় শুভমের মতো আরো অনেকেই দেশে ও বিদেশের নামিদামি সংস্থা এমনকি হোটেল, অফিস, নেভি এছাড়াও বিভিন্ন সংস্থায় সুনামের সাথে চাকরি করে চলেছেন কেআইটি এম কলেজের প্রাক্তনীরা।
এবিষয়ে কেআইটিএম কলেজের অফিসার ইনচার্জ প্রীতম পাল মজুমদার জানিয়েছেন, আমাদের কলেজের আনন্দের দিন। এখান থেকে কলেজ থেকে পাস আউট করার পরে গঙ্গারামপুর ব্লকের শুভম দেবশর্মা আইআইটি খড়্গপুরে সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়েছেন। এটা আমাদের কলেজের একটি বড় সাফল্য।শুভম দেবশর্মা এখন দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব। তাকে দেখে তরুণ প্রজন্মের শেখা উচিত। এর আগে শুভম এর মত আরো অনেকে আমাদের কলেজ থেকে পাস আউট করে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় নামিদামি সংস্থায় কর্মরত রয়েছেন। তাই যারা নতুন আমাদের কলেজে ভর্তি হয়েছেন বা ভর্তি হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে একটি কথা বলার, কলেজে এসে পড়াশোনা করে শুভম দেব শর্মার মতো নিজেকে তৈরি করতে পারে সেদিকে আমাদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ও লক্ষ্য রাখতে হবে।
এবিষয়ে কেআইটিএম কলেজের ছাত্র শুভম দেবশর্মা জানিয়েছেন, আমি ২০১৩ সালে পাঞ্জারিপাড়া কেআইএটিএম কলেজ থেকে পড়াশুনা করে খড়গপুর আইআইটিতে সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়েছি। খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই কেআইটিমএম কলেজ কর্তৃপক্ষকে যারা পরিশ্রম করে আমাকে চাকরির জন্য তৈরি করেছেন।
এবিষয়ে কেআইটিএম কলেজ শিক্ষিকা শ্রেয়া ভারতিলাল জানিয়েছেন ,আমাদের কেআইটিএম কলেজের ২০১৩ সাল থেকে ২০১৬ এক ছাত্র শুভম দেবশর্মা ফেব্রুয়ারি ২০২৪ সালে আইআইটি খড়গপুরে সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়েছেন। এটি আমাদের ভীষণগর্ভের ব্যাপার। এরকম একটি জায়গা থেকে পড়াশোনা করে আইআইটি খড়গপুর সিনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়ে আমাদের কলেজের নাম উজ্জ্বল করলেন শুভম দেবশর্মা। শুভম চাকরি পাওয়াতে আমরা সকলেই ভীষণ খুশি। কেআইটিএম কলেজ থেকে পড়াশোনা করে এমন সাফল্যে পাওয়ায় খুশি হয়েছেন সকলেই।

