রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি আজ ১৩.১১.২০২৪ রাত্রি ৮ টা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য ব্লকে র পাশাপাশি কুশমন্ডি ব্লকের নামভইল, মঙ্গলপুর এলাকায় প্রায় ৫০০ শতাধিক ২০ বছরের ঊর্ধ্বে মানুষের নাইট ব্লাড সার্ভে করা হয় ফাইলেরিয়া পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কারো শরীরে ফাইলেরিয়ার জীবাণু আছে কি না । যদি থাকে তার দ্রুত ব্যবস্থা করবেন স্বাস্থ্য দপ্তর। উপস্থিত ছিলেন Dy. CMOH -III, ডক্টর দিলীপ বিশ্বাস, BMOH কুশমন্ডি ডক্টর অমিত দাস, Sr. PHN সাথী দে, DPC ASHA বিধান চক্রবর্ত্তী, ব্লকের অন্যান্য স্বাস্থ্য কর্মী।

