গঙ্গারামপুর ২৬শে মার্চ: দক্ষিণ দিনাজপুর। পারিবারিক পঅশান্তির কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক আদিবাসী যুবক বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার ডিকুল এলাকায়।শনিবার রাতে এমন ঘটনায় খবর পাবার পরে প্রথমেই আদিবাসী যুবককে কুশমন্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তার সেখানে মৃত্যু হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে মৃত ওই আদিবাসী যুবকের নাম,অনিল বাস্কে (৪৭) বছর।বাড়ি কুশমন্ডি থানার ডিকুলে।মৃতের পরিবার সূত্রে খবর,মৃত আদিবাসী যুবকের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা বাঁধে পারিবারিক অশান্তির কারনে।সেই কারনেই পরিবারের সবার অলক্ষে ওই আদিবাসী যুবক বাড়িতে বিষ খেয়ে নেয় বলে খবর।বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন প্রথমে এলাকার কুশমন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পরে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এবিষয়ে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, কি করে যে এমন ঘটনা ঘটে গেল বুঝতেই পারছি না। সব শেষ হয়ে গেল এভাবে চলে যাবে ভাবতেই পারছিনা। গঙ্গারামপুর থানার পুলিশ ওই আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট মর্গে পাঠায়। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

