কুমারগঞ্জ ৩১ শে জুলাই দক্ষিণ দিনাজপুর :————–– রহস্যজনকভাবে এক গৃহবধুর নিখোঁজ হবার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকবড়ম এলাকায়।এবিষয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ হওয়া গৃহবধূর পরিবারের লোকজন।পুরো ঘটনার শুরু করেছে পুলিশ। কুমারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে নিখোঁজ হয়ে গৃহবধূ নাম সামরতি প্রসাদ বয়স ৫০বছর। তার বাড়ি কুমারগঞ্জ থানার চকবড়ম এলাকায়। বাড়ি থেকে কোথায় যাচ্ছে বলে তিনি নিখোঁজ হন। তার বয়স ৫০ বছর উচ্চতা পাঁচ ফিট ১ ইঞ্চি ,ওজন ৫০ কেজির মত। ২২/৭/২৩ তারিখ থেকে। পুরো বিষয়টি জানিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ হওয়া গৃহবধুর পরিবারের লোকজন। সন্ধান পেলে স্থানীয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হচ্ছে। ঘটনা শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

