কুমারগঞ্জে যাত্রা শুরু করল ইন্ডিয়ান এডুকেশন একাডেমি। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে উদ্বোধন বিধায়কের

প্রথম পাতা

 

বালুরঘাট, ২০ নভেম্বর ——— আধুনিক শিক্ষার নতুন দিশা নিয়ে কুমারগঞ্জের উদইল গ্রামে পথ চলা শুরু করল ইন্ডিয়ান এডুকেশন একাডেমি। বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক তোরাব হোসেন মণ্ডল। সঙ্গে ছিলেন কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার, এক্সপোর্টার ধীরাজ অধিকারী, এবং একাডেমির চেয়ারম্যান আসলাম পারভেজ। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন ও শিক্ষক-শিক্ষিকারা।

শুরুতে ৩০ জন আবাসিক ছাত্র নিয়ে কার্যক্রম শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। মূলত চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি এবং উন্নত ইংরেজি শিক্ষায় প্রশিক্ষিত করে তোলাই এর লক্ষ্য। আবাসিক ছাত্রদের নিয়ে শুরু হওয়া এই একাডেমি শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। বিশেষত গ্রামীণ অঞ্চলে এমন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে বলে সকলেই আশাবাদী।

কাডেমির চেয়ারম্যান আসলাম পারভেজ জানান, শিক্ষার আধুনিকীকরণের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *