বালুরঘাট , ১৮ মে:—— কুড়মি সমাজ নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরে। চলল দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহও। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় পতিরামের খাপুর এলাকায়। সম্প্রতি কুড়মি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য বিরূপ প্রতিক্রিয়া দেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। যে বির্তকিত মন্তব্যকে ঘিরে উত্তেজিত হয়ে ওঠে কুড়মিরা । এদিন যার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের খাঁপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের মানুষরা৷ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শতাধিক কুড়মি সম্প্রদায়ের মানুষরা। যে পথ অবরোধের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পতিরাম ত্রিমোহিনী রুটের গাড়ি চলাচল৷ ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসে পতিরাম থানার পুলিশ। পরে বিক্ষোভকারীরা দিলীপ ঘোষের কুশপুত্তলিকাও দাহ করে৷ বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তা না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামবেন৷ যদিও পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। উঠে যায় অবরোধ। শুরু হয় যান চলাচল।
কুড়মি সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক ক্ষিতিশ চন্দ্র মাহাত বলেন, কুড়মিদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে দিলীপ ঘোষ তার প্রতিবাদেই গোটা রাজ্যের পাশাপাশি এদিন তাদের এই আন্দোলন। অবিলম্বে এই ঘটনা নিয়ে ক্ষমা না চাইলে আরো বড় আন্দোলনে নামবেন তারা।

