আলিপুরদুয়ার : ——————–——কুকুরের দলের আক্রমনে আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম, একদল কুকুর গ্রামের ছাগল ভেঁড়াদের খুবলে নিচ্ছে দেহের মাংস, একা পেলে গ্রমবাসীদের উপরেও হামলা করছে l ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও গ্রামে এখন ঘুরে বেড়াচ্ছে কিছু মাংসাশী কুকুর, তারা প্রায় প্রতিদিন পাঁচ ছটি করে ছাগল ভেড়া মুরগি ইত্যাদি উপর হামলা করে মেরে খেয়ে নিচ্ছে, এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা কারণ তারা পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন, গ্রামবাসীরা জানান তারা এখন রাস্তায় বা গ্রামের রাস্তায় একা চলতে ভয় পান কারণ একা চললেই এই কুকুরের দলগুলো তাদের ওপর আক্রমণ করে, একসাথে প্রায় ২৫ থেকে ৩০ টি কুকুর ঘুরে বেড়ায়, তারা ভয় পাচ্ছে তাদের সন্তানরা যখন স্কুল থেকে বাড়ি ফেরে বা স্কুল যাওয়ার সময় তাদের কোন ক্ষতি করতে পারে, তারা এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে জানাবেন বলেও জানান l

