বালুরঘাট, ১৪ সেপ্টেম্বর:———– কিউ আর স্ক্যানের মাধ্যমে টিকিট বুকিং সিস্টেম চালু হল বালুরঘাট হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। যেখানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস, বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যান্য আধিকারিকরা৷ জানা যায়, এই কিউআর স্ক্যানের পর রোগীকে মোবাইলেই দিতে হবে নিজের নাম, বয়স ও আধার নম্বর। যারপরেই বহির্বিভাগের টিকিট বুক করতে পারবে রোগী ও তার বাড়ির লোকেরা। শুধু তাই নয় এই কিউআর স্ক্যানের মাধ্যমে টিকিটে একদিকে যেমন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে হবে না রোগীকে। তেমনি এই টিকিট বুক করতে কোনরকম অতিরিক্ত টাকাও লাগবে না রোগী ও তার বাড়ির লোকেদের। তবে সাধারণ মানুষের সুবিধার্থে ২ টাকার বিনিময়ে অফলাইন টিকিটের ব্যবস্থাও থাকছে হাসপাতালে। তবে মোবাইলে কিউআর স্ক্যান পরিষেবার মাধ্যমে এই টিকিট বুক করলে অনেকটাই হয়রানি কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জেলাশাসক বিজিন কৃষ্ণা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস বলেন, এই পরিষেবার মাধ্যমে রোগী ও তার বাড়ির লোকেরা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবার হয়রানি থেকে অনেকটাই বাচবেন।

