উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও কাল কন্ঠ সাহিত্য পরিষদের আয়োজক বাপ্পাদিত্য দের উদ্যোগে এ বছরও কাল কন্ঠ সাহিত্য সম্মেলন আয়োজিত হলো বুনিয়াদপুরে। এ বছর তাদের সাহিত্য সম্মেলন ১৫ তম বর্ষে পদার্পণ করল। এদিন সেখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন, সংগঠনের সভাপতি ডক্টর অমল কান্তি রায় এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা সাহিত্য প্রেমী মানুষজনেরা। বুনিয়াদপুর সুকান্ত ভবনে ফিতে কেটে কেটে ও প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিগণ। এরপর ও স্মৃতি দের সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়ায় পিরিতে বসিয়ে হাতে রাখি বেঁধে তাদের বরণ করে নেওয়া হয়। এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ বিষয়ে কালকন্ঠ সাহিত্য সম্মেলনের আয়োজক বাপ্পাদিত্য দিয়ে জানিয়েছেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা কাল কণ্ঠসাহিত্য সম্মেলন ও লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়েছে বুনিয়াদপুর সুকান্ত ভবনে। এদিন আমাদের এই অনুষ্ঠানে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সাহিত্য প্রেমী মানুষজনেরা অনুষ্ঠানে হাজির হয়েছেন। সাহিত্য প্রেমি মানুষজনদের সুবিধার্থে এরকম সাহিত্য সম্মেলন প্রতিবছর কাল কণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে করা হবে।

