মালদা: কালী পূজার প্রাক্কালে মালদহে বল বোমা উদ্ধার। মালদহের বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্ৰাম পঞ্চায়েতর কৃষ্ণপুর চামা মাঠের একটি জঙ্গলে বৃহস্পতিবার সকালে প্রথমে ৯ টি বল বোমা লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরে খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। ইতিমধ্যে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে। পাশাপাশি বোম ডিসপোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে। মালদা থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের টিম রওনা হয়েছে। পাশাপাশি পুলিশ তদন্ত জারি রেখেছে বল বোমা গুলি কোথা থেকে কে বা কারা ফেলে গেছে। যদিও পুরোটাই তদন্ত সাপেক্ষ এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এদিকে বোম ডিসপোজাল স্কোয়াডের টিম ঘটনাস্থলে পৌঁছালেই ৯টি বল বোমা নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

