কালিয়াগঞ্জ পৌর এলাকার বিবেকানন্দ মোড় থেকে শিমূলতলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল হয়ে পড়ে রয়েছে।অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে এক হাটু জল জমে পড়ে।দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হলে ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে পিচের চাপড় উঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে।এই রাস্তটি অতি গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে হাসপাতাল,বিডিও অফিস,বি এল আর ও অফিস সহ একাধিক অফিস রয়েছে এবং দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে।রাস্তা বেহাল থাকায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটে চলেছে।সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই রাস্তায় মানুষের ঢল নামে।বেহাল রাস্তা সংস্কার এবং ধীর গতিতে চলা হাই ড্রেনের নির্মাণ কাজ করার দাবি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএমের কর্মী সমর্থকেরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জোনাল সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী, সিপিআইএম নেতা ভরতেন্দ্রু চৌধুরী, দেবব্রত সরকার, সুজয় সাহা,অয়ন দত্ত সহ অন্যান্যরা।

