মালদাঃ ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম ৪৬ নম্বর বুথ সভাপতি তাহির মহলদার ভোট দিতে পারিনি সংসদ অভিষেক ব্যানার্জীর নব জোগাড় কর্মসূচিতে গিয়ে তার ভোটার লিস্ট থেকে তার নাম কাটা হয়েছে তাই কার্যত ভোট না দিয়ে ফিরতে হয় বুথ সভাপতি তাহির মহালদার কে।এই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন কাজী গ্রামে পঞ্চায়েত অফিসের সামনে তাই আর জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তাহির মহলদারের অভিযোগ মালদা জেলা পরিষদের কর্মাদক্ষ তথা ইংরেজবাজার ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রতিভা সিংহ দলে থাকলে দলের বড় ক্ষতি হবে পাশাপাশি টাকার বিনিময়ে সে কমিটি গঠন করেছে এবং সে ক্ষেত্রে আমার নামও কেটে দেওয়া হয়েছে।
এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে কাজিগ্রাম পঞ্চায়েতের সামনে টায়ার জারিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।

