মালদা, ৯ অক্টোবর ————–—– রবিবার রাতে কালিয়াচক থানার ১৬ মাইল এলাকার মৃত ছাত্রের বাড়িতে দেখা করতে যান দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী । তাঁর সঙ্গে ছিলেন দলের নেতারা। মৃত ছাত্রের পরিবারের পাশে থেকে সমবেদনা জানিয়েছেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী।
উল্লেখ্য, গত তিন অক্টোবর থেকে নিখোঁজ ছিল নিউ টাউনে পড়ুয়া সাজিদ হোসেন। ২৪ ঘন্টার মধ্যেই কলকাতা নিউটাউনের একটি বাড়ি থেকে সুটকেস বন্দী ওই ছাত্রের মৃতদের উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সাজিদের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপরই ১৬ মাইলে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা কংগ্রেস নেতৃত্ব।

