কয়েক ঘন্টা ঝড় ও বৃষ্টিতে ইলেকট্রিক বিপর্যস্ত গঙ্গারামপুর শহরে লেখা জুড়ে,ক্ষোভ বাসিন্দাদের, সমাধানের আশ্বাস বিদ্যুৎ দপ্তরের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর,৩ জুলাই দক্ষিণ দিনাজপুর :——–—– রাতভর বৃষ্টি। সেই সঙ্গে বজ্রবিদ্যুতে শহরের অধিকাংশ এলাকায় ক্ষতিগ্রস্ত হল ইকেলট্রিক ষন্ত্রাংশ। ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চিত্রই উঠে আসলো।
রবিবাররাতে বাজ পড়ে গঙ্গারামপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের কালিতলা,৩ নম্বর ওয়ার্ডের বেলবাড়ি হাইস্কুল পাড়া,৪ নম্বর ওয়ার্ডের নারায়নপুর এবং ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হালদার পাড়া। ফলে এলাকার অধিকাংশ বাড়ি গুলিতে টিভি,ফ্রিজ,ফ্যান,এসি মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিকের জিনিস পত্র পুড়ে যায়। বাজ পড়ার ফলে পশ্চিম হালদার পাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার পুড়ে গিয়ে। ফলে গতকাল রাত থেকে অন্ধকারে ডোবে। সোমবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সচল হয়নি। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে এলাকার প্রায় ৫ হাজার মানুষের। পাড়ায় বিদ্যুৎ না থাকায় অনেকের মোবাইল সুইচ হয়ে গিয়েছে। ট্যাংকে জল তুলতে পারছে না। এতে ক্ষোভ দেখা দিয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় গত কয়েক দিন ধরে চলছে বৃষ্টি। দিনভর আকাশের মুখভার থাকলেও রবিবার রাত সাড়ে ১০ টা থেকে শুরু হয় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। ফলে ক্ষতির মুখে পড়তে হয় শহর বাসীকে।
৩ নম্বর ওয়ার্ডের বেলবাড়ি পাড়ার বাসিন্দা প্রদীপ সাহার বাড়িতে গতকাল রাতে বাজ। ঘটনায় প্রদীপ অল্প বিস্তর আহত হয়েছেন। পুড়ে গিয়েছে তার বাড়ি বিদ্যুতের ষন্ত্রাংশ গুলি। বজ্র বিদ্যুতের আওয়াজে জানালার কাঁচ ভেঙে গিয়েছে।ভেঙে গিয়েছে জানালার সিন্টের পোলের একাংশ। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী।
প্রদীপ বাবুর স্ত্রী টুম্পা সাহা বলেন,গতকাল রাতে বাজ পড়ায় আমাদের বাড়ির ফ্যান,এসি মেশিন,ফ্রিজ,রান্নার গ্যাস চুল্লি সহ ইকেলট্রিকের জিনিস পত্র নষ্ট হয়ে গিয়েছে। তবে রকমে স্বামীর প্রান বেঁচেছে। গতকাল রাত থেকে ভীষণ আতঙ্কে রয়েছি।
প্রদীপ সাহা বলেন,গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল। সেসময় বারান্দায় এসে দাড়িয়ে ছিলাম। এমন সময় বিকট আওয়াজে আলোর ফুলকি পড়ে।দৌড়ে ঘরে ঢুকে কোনো রকমে প্রানে বেঁচেছি। তারপর থেকে বাম কানে কম শুনছি। তিনি বলেন,আমার ঘরে জানালার কাঁচ ভেঙে গিয়েছে। সিমেন্টের পোলের অংশ খুলে গিয়েছে। পশ্চিম হালদার পাড়ার বাসিন্দা রাজেশ ঘোষ বলেন,গতকাল রাতে বাজ পড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে গিয়েছে। রাত থেকে পাড়ায় বিদ্যুৎ নেই। ফলে চরম সমস্যায় মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *