একটানা বৃষ্টির ফলে ব্যাহত পাহাড়ের জনজীবন।তিন দিন থেকে একনাগাড়ে চলছে বৃষ্টিপাত যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ে বেশ কিছু অংশ।ইতিমধ্যেই পাহাড়সহ সমতলের বিভিন্ন নদীতে বাড়তে শুরু করেছে জল।তিস্তা মহানন্দা তোর্সা জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে।এরমধ্যে আওয়া দপ্তরের পক্ষ থেকে আজ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার সকাল থেকেই পাহাড় ও সমতলে বাড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।সাতসকালে দার্জিলিং এর মেলে পর্যটকদের দেখা গেল ছাতা নিয়ে ঘুরতে।পাহাড় তথা সম্বদলের ক্রমশ বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ।ইতিমধ্যেই কালিম্পং পড়াশোনা পক্ষ থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে,তিস্তা নদীর সংলগ্ন এলাকায় সতর্কবার্তা জারী করা হয়েছে কালিম্পং পারাসনের পক্ষ থেকে।

