বালুরঘাট, ৩ সেপ্টেম্বর ——–—-ওয়েস্টার্ন ডান্স প্রতিযোগীতায় অংশ নিতে মুম্বাইয়ে ডাক পেল দক্ষিণ দিনাজপুরের সাত খুদে কৃতি। ইমেল মারফত এই খবর পৌঁছাতেই রীতিমতো আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে খুদে ডান্সার ও তার পরিবারের লোকেরা। শুরু হয়েছে সোনা জয়ের স্বপ্ন নিয়ে ইতিমধ্যে জোর প্রস্তুতিও। দিনরাত এক করে চলছে খুদে ডান্সারদের শেষ মুহুর্তের প্রস্তুতি। চলতি বছরের শেষে চুড়ান্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে বালুরঘাট থেকে সুদূর মুম্বাই পাড়ি দেবেন টি এফ এস ডান্স ফ্যামিলির এই ছোট্ট সাত সদস্যরা। যাদের সোনা জয়ের স্বপ্নই যেন এখন তাড়া করে বেড়াচ্ছে সংস্থার অন্যতম কর্নধার শুভজিত কুন্ডুকে।
রাজ্যের অন্যতম প্রত্যন্ত জেলা দক্ষিন দিনাজপুরে ওয়েস্টার্ন ডান্স নিয়ে কিছু করবার ভাবনা থেকে প্রায় দেড় বছর আগে টি এসএফ ডান্স ফ্যামিলি নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। সামান্য সংখ্যক সদস্য নিয়ে খুড়িয়ে খুড়িয়ে পথ চলা শুরু করলেও বর্তমানে তার সদস্য সংখ্যা আজ অনেকটাই বেশি। চলতি মাসে যেখান থেকেই বেশকিছু খুদে ডান্সাররা হিপ হপ ডান্স চ্যাম্পিয়নশিপের জুনিয়র ডিভিশনে অংশগ্রহণ করতে অডিশনে অংশ নিয়েছিলেন। যাদের মধ্যে সাতজন ডান্স পারফরম্যান্সে প্রথমে জেলা এবং তারপরে রাজ্য পর্যায়ে নির্বাচিত হন। সেখান থেকেই ন্যাশনাল পর্যায়ে অংশ নিতে তারা পৌছাবে সুদূর মুম্বাইয়ে। ইমেল মারফত সেখানে অংশগ্রহণের চুড়ান্ত খবর জেলায় এসে পৌছাতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন খুদে ডান্সার ও তার পরিবারের লোকেরা। আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে চলা এই প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে চুড়ান্ত প্রস্তুতিও শুরু হয়েছে টিএসএফ ডান্স ফ্যামিলির ওই খুদে ডান্সারদের মধ্যে। যাদের প্রতি মুহুর্তে নানা পরামর্শের পাশাপাশি উৎসাহ বাড়াতে দিনরাত এক করে নিজেকে মনোনিবেশ করেছেন ওই সংস্থার অন্যতম কর্নধার শুভজিত কুন্ডু। যদিও তার দাবি, টিএসএফ ডান্স ফ্যামিলিতে কেউ আলাদা করে কর্নধার নেই, তারা সকলেই সদস্য। জুনিয়র ডিভিশনে তাদের সাতজন খুদে সদস্য যেন গোল্ড নিয়ে ফিরতে পারেন সেই লক্ষ্যেই তারা সকলে এগিয়ে চলেছেন।
শুভজিত কুন্ডু বলেন, ওয়েস্টার্ন ডান্স প্রত্যন্ত এই জেলাতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তাদের টিএস এফ ফ্যামিলির সাতজন খুদে সদস্য জেলা ও রাজ্য পেরিয়ে সুদূর মুম্বাই যাবার সুযোগ পেয়েছে। জুনিয়র ডিভিশনে গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। যেখানে তাদের মূল লক্ষ্যই থাকবে গোল্ড অর্জন করা।
রিয়া সাহা ও রূম্পা দাস দত্ত নামে খুদে ডান্সারদের দুই অভিভাবকরা বলেন, ছেলে মেয়েরা মুম্বাইয়ে যাবে প্রতিযোগিতায় অংশ নিতে এই খবর পাবার পর থেকেই তারা যথেষ্ট উৎসাহিত ও আনন্দিত। তারা চান শুভজিতের প্রচেষ্টায় তাদের ছেলেমেয়েরা যেন সোনা নিয়ে ফিরতে পারে জেলায়।

