এবার কিউ আর কোডের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাবগুলি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আলিপুরদুয়ার: —————-এবার কিউ আর কোডের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাবগুলি। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আজ থেকে শুরু হল পুজোর অনুমতি দেওয়ার কাজ।ডুয়ার্সকন্যাতে সাংবাদিক বৈঠকে একথা জানালেন জেলাশাসক আর বিমলা।প্রতিবারের মত এবারেও সরকারি পোর্টালের মাধ্যমে এই কাজ করা হবে।তবে এবারে এই নিয়মের সরলিকরণ করা হয়েছে। বের করা হয়েছে একটি লিফলেট। যেখানে রয়েছে কিউ আর কোড। যা স্ক্যান করলেই নেওয়া যাবে অনুমতি। এই বিষয়ে জেলা শাসক আর বিমলা জানান, “আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি দেওয়া হবে।ওই সময়ের মধ্যে যাতে সকলেই অনুমতি নিতে পারে তার জন্য কিউ আর কোড রাখা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *