এবারে মহরম কমিটিগুলিকে পুরস্কৃত করলো মালদা নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সংস্থা ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ১ আগস্ট :——— গত শনিবার রাতে মালদায় ধুমধাম করে মহরম পালিত হয় । এরপর সোমবার রাতে মালদা কোর্টের মেইন গেটের সামনে সংস্থার পক্ষ থেকে কয়েকটি মহরম কমিটিকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। যারা মহরমের র‍্যালিতে নানান সামাজিক সচেতনতামূলক বার্তা বহন করেছে এবং শান্তিপূর্ণভাবে মহরমের রেলি সম্পন্ন করেছে সেইসব কমিটিগুলিকেই মালদা নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, তৃণমূলের শ্রমিক সংগঠন আইনটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল , উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *