মালদা-। মৃত ওই স্কুল ছাত্রের নাম বিট্টু ঘোষ বয়স(৯)বছর। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত গোপালপুর এলাকায়।মৃত স্কুল ছাত্রের পরিবারের রয়েছে বাবা রামা ঘোষ,মা জুগনী ঘোষ। বিট্টুরা এক ভাই এক বোন। বিট্টু স্থানীয় গোপালপুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতো বলে জানা যায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে বিগত চার দিন ধরে ওই স্কুল ছাত্রের প্রচন্ড জ্বর ও সঙ্গে বমি। অবশেষে জ্বরের মাত্রা অধিক হওয়ায় সোমবার দুপুর দুটো নাগাদ বিট্টু নামে ওই স্কুল ছাত্রকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই স্কুল ছাত্রকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা PICU(Pediatric intensive care unit) ওয়ার্ডে চিকিৎসার জন্য স্থানান্তর করে। অবশেষে চিকিৎসা চলাকালীন সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। পরিবারের কাছ থেকে জানা যায় ওই স্কুল ছাত্রের রক্তের প্লাটিলেট একেবারে কমে গিয়েছিল পাশাপাশি ডেঙ্গুর যেসব লক্ষণ সমস্ত শরীরে ছিল বলে পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন কর্মরত চিকিৎসকেরা। পরিবারের সদস্যদেরকে বলা হয়েছিল রক্তের যোগান দিতে। পরিবারের সদস্যরা সেই মতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে গিয়েছিল কিন্তু সেইখানে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও রক্তের কোন সন্ধান পাননি বলে জানান। অবশেষে মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন মৃত স্কুল ছাত্রের মা জুগনী ঘোষ, বাবা রামা ঘোষ সহ পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও মেডিকেল কলেজের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে দেওয়ার সময় ডেট সার্টিফিকেটে ডেঙ্গু উল্লেখ না থাকলেও অজানা জ্বরেই মৃত্যু হয়েছে ওই স্কুল ছাত্রের এমনটাই লেখা রয়েছে।

