এটিএমে পড়ে থাকা টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন বালুরঘাট পুরসভার এক পুরকর্মী। নগদ নয় হাজার টাকা এদিন কর্তব্যরত পুলিশ অফিসারের হাতে তুলে দিয়েছেন পার্থ প্রতীম মালাকার।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ১২ মে:—- এটিএমে পড়ে থাকা টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক পুরকর্মী। বালুরঘাট পুরসভায় কর্মরত পার্থ প্রতীম মালাকার এদিন শহরের সাধনামোড় এলাকার একটি ফাঁকা এটিএমে ৯ হাজার টাকা পড়ে থাকতে দেখেন। আশপাশে ওই টাকার দাবিদার হিসাবে সেভাবে কাউকেই খুজে না পেয়ে অবশেষে বালুরঘাট থানায় টাকাটি জমা করান ওই পুরকর্মী। থানায় কর্তব্যরত পুলিশ অফিসারের হাতে নগদ ওই টাকাটি তুলে দিয়েছেন পুরকর্মী পার্থ প্রতীম মালাকার। শুক্রবার সকালে যে ঘটনাকে ঘিরে রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়ে। জানা যায় এদিন সকালে নিজের একাউন্ট থেকে টাকা তোলার জন্য বালুরঘাট শহরের সাধনা মোড় এলাকায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টারে ঢোকেন পার্থ প্রতীম বাবু। যেখানে প্রবেশ করতেই তিনি দেখতে পান এটিএম এর টাকা বের হবার জায়গায় কিছু টাকা বেরিয়ে রয়েছে। এরপরই তিনি সেই টাকা নিয়ে সোজা বালুরঘাট থানায় ছুটে আসেন। যেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মীর হাতে টাকা তুলে দিয়ে নিজের সততার পরিচয় দেন। অস্বচ্ছতা, দুর্নীতি ও প্রতারণার ফাদ যখন প্রতি মুহুর্তে সাধারণ মানুষকে সর্বসান্ত করছে, ঠিক সেই রকম পরিস্থিতিতে পুরকর্মী পার্থ প্রতীম মালাকারের এমন সততা যথেষ্টই প্রশংসনীয়। এদিকে ওই টাকা পেয়েই এটিমের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে সঠিক ব্যক্তির হাতে টাকা ফিরিয়ে দেবার উদ্যোগ নিয়েছে বালুরঘাট থানার পুলিশ।

এ বিষয়ে পৌর কর্মী পার্থ প্রতীম মালাকার বলেন, নিজের জন্মদিনে এমন একটি ঘটনা ঘটবে তিনি নিজেও ভাবতে পারেননি। কোন কারণ বশত যিনি টাকা তুলতে এসেছিলেন তিনি বুঝতে না পেরেই চলে যাওয়ার কারণে সেই টাকা মেশিন থেকে বেরিয়ে আসে। এই টাকার যিনি মালিক টাকা তার কাছে পুনরায় ফেরত দেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *