এক যুবকের পঁচা-গলা দেহ উদ্ধার কালিয়াচকের ছাতরাগাছি রেল লাইনের পাশে থেকে। মৃত যুবকের নাম এস কে হাবিব খান

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

এক যুবকের পঁচা-গলা দেহ উদ্ধার কালিয়াচকের ছাতরাগাছি রেল লাইনের পাশে থেকে। মৃত যুবকের নাম এস কে হাবিব খান। তার বয়স প্রায় ২৩ বছর। মোথাবাড়ি থানার শ্রীপুর খান পাড়ার এই যুবক ভোটের ফলাফলের পরের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। আত্মীয়-স্বজনের বাড়িসহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।গত ইংরেজি ১৫ জুলাই শনিবার মোথাবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর ১৭ জুলাই সোমবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে ফোন করছি বলে ৩০ হাজার টাকা চাওয়া হয় এবং একটি ফোন পে মোবাইল নম্বর দেওয়া হয়। ফোন আসা ফোন নম্বর এবং ফোন পে নম্বর সহ মোবাইলের কল রেকর্ডিং তুলে দেওয়া হয় মোথাবাড়ি থানার হাতে। বৃহস্পতিবার সকালে কালিয়াচক থানার ডাঙ্গার ছাতারগাছি এলাকায় রেল লাইনের পাশে একটি পচা গলা মৃত্যু দেহ দেখতে পায় জনসাধারণ। পরিবারের লোকজন ছুটে এসে মৃত্যু যুবকের পকেটে থাকা আধার ও ভোটার কার্ড দেখে দেহটি শনাক্ত করে।
বুধবার এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে মৃত্যু দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *