দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের রশিদপুর এলাকায় এসবিআই এটিএম এর পাশে বেশ কয়েক দিন ধরে এক ভবঘুরে গুরা ফেরা করছিল। স্থানীয় বাসিন্দা দেখতে পেয়ে খাবার দেয়, এছাড়াও ভবঘুরে ভীষণ ভাবে অসুস্থ ছিল বলে। স্থানীয়রা রবিবার সকালে খাবার দিলেও সেই খাবার খেতে পারেনি। রবিবার সকাল ১০ টা নাগাদ সেই ভবঘুরে মারা যায় রশিদপুর এটিএম এর পাশেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ও পৌরসভা কর্মীরা। এছাড়াও সেই ভবঘুরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জমায়েত হন। সেখান থেকে সেই ভবঘুরেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ভবঘুরাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে সেই ভবঘুরেকে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন।
এ বিষয়ে স্থানীয় এক যুবক শুভদীপ তালুকদার জানিয়েছেন আমরা দুই তিন দিন থেকে এই ভবঘুর এটিকে দেখতে পাচ্ছি। আমরা সকালেই এ ভবঘুরের খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলাম। ভবঘুরীকে দেখে ভীষণ অসুস্থ বলে মনে হচ্ছিল। রবিবার সকালেও সে ভবঘুরে জীবিত দেখতে পেয়েছিলাম। সকালবেলা থেকে খাবার কিনে দিয়েছিল। রবিবার বেলা দশটা নাগাদ সেই ভবঘুরে মারা গিয়েছে, আমরা তাতে ভীষণ শোকাহত।

