একাধিক দাবী তুলে বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ডেপুটেশনে প্রদান করলেন সিপিআইএম কর্মী সমর্থকরা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

মূলত সারা ভারত কৃষক সভা, শ্রমিক, ক্ষেতমজুর সহ অন্যান্য বামপন্থী সংগঠনের নেতৃত্বে একাধিক দাবী তুলে বংশীহারী ব্লকে ডেপুটেশন প্রদান করলেন। এদিন বুনিয়াদপুর সিপিআইএম কার্যালয় থেকে একটি রেলির মাধ্যমে গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে গিয়ে পৌঁছায় বংশীহারী ব্লকে। তাদের মূল দাবী হল আবাস যোজনার বিগত ২০১৭ সালের তালিকা নাম ছিল বর্তমানে নাম নেই এই রূপের যে সমস্ত দুঃস্থ মানুষের কাঁচা মাটির বাড়ি রয়েছে তাহাদের তদন্ত সাপেক্ষে ঘরে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও (২) অনেক মানুষ আর্থিক দিক থেকে দুর্বল, তাহাদের নাম বিগত ও বর্তমানে কোনো তালিকায় নাম নেই তাহাদের নামে তদন্ত করে তালিকা ভুক্ত করে ঘরের টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। (৩) অবৈধ ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে ব্লক এলাকায় একটি চক্র কাজ করছে এই ক্ষেত্রে সরকারি ভাবে প্রচার করতে হবে “জিনারা এই চক্রে যুক্ত হবেন তাদের ঘরের টাকা যাতে না দেওয়া হয় এই মর্মে। ৪. রবি মরশুমে সরিষা, গম, অন্যান্য ফসল চাষ করতে রাসায়নিক সারের বেশি প্রয়োজন, ঠিক এই সময়ে সার সহ বিজের দামের কালোবাজারি শুরু হয়েছে, অবিলম্বে বন্ধের ব্যবস্থা করতে হবে। এবং সমবায় ব্যবস্থায় নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্যোগ নিতে হবে। ৫. আমন ধানের সরকারি মূল্য সরব নিম্ন কুইন্টাল প্রতি ২৮০০ টাকা নির্ধারণ করতে হবে। ৬.ধান ক্রয়ে ধোলতা বলে যে বিষয় তা নেওয়া বন্ধ করতে হবে।৭. কৃষকদের স্বার্থে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান ক্রয় কেন্দ্র খুলতে হবে। ৮. বিদ্যুৎ এ স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে এবং প্রত্যেক মাসের বকেয়া বিল প্রত্যেক মাসে নেওয়ার ব্যবস্থা করতে হবে, বিল পরিশোধের ক্ষেত্রে সুদ নেওয়া বন্ধ করতে হবে। ৯. শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। নূন্যতম মজুরি মাসে ২৬০০০/- দিতে হবে। ১০. ক্ষেতমজুরদের রেগার কাজ ২০০ দিন ও মজুরি দৈনিক ৬০০ টাকা দিতে হবে। ১১. আর.জি.করের ঘটনার অবিলম্বে বিচার করতে হবে। ১২. বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়মিত করণ করতে হবে।

এই বিষয়ে সিআইটিইউ এর জেলা সভাপতি গৌতম গোস্বামী জানিয়েছেন একাধিক দাবী নিয়ে আমরা ডিএম অফিসার পাশাপাশি বংশীহারী বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো। মূলত আমাদের দাবি হলো আবাস যোজনার বিগত ২০১৭ সালের তালিকা নাম ছিল বর্তমানে নাম নেই এই রূপের যে সমস্ত দুঃস্থ মানুষের কাঁচা মাটির বাড়ি রয়েছে তাহাদের তদন্ত সাপেক্ষে ঘরে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই আবাস যোজনা ঘর নিয়ে যে পরিমাণে দূর্নীতি শুরু হয়েছে তা বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *