বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারী —-—- ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরত দেওয়া নিয়ে রাজ্যকে আক্রমণ সুকান্তর। পালটা আক্রমণ তৃণমূলেরও। সোমবার থেকে রাজ্য সরকারের তরফে শ্রমিকদের দেওয়া আশ্বাস মতো একশো দিনের কাজের টাকা ফেরত পাবেন কয়েক লক্ষ শ্রমিক। যে ক্ষতিপূরণের তালিকায় দক্ষিণ দিনাজপুরও পিছিয়ে নেই। ৩৭ কোটিরও বেশি টাকা পাবেন এই জেলার শ্রমিকেরা। রাজ্যের দেওয়া পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য। যা সামনে আসতেই রাজ্য সরকারকে তুলেধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। রাজ্য সরকার কখনোই ১০০ দিনের টাকা মানুষকে দিতে পারে না। ভোটের আগে তৃণমূল তাদের ক্যাডারদের উপঢোকন দিতে চাইছে। যার মাধ্যমে তৃণমূল বলতে চাইছে তোমরা আরো বেশি করে মারামারি করো পরে তোমাদের আবার টাকা দেওয়া হবে।
সুকান্তর এই বক্তব্যের পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে গ্রামের মানুষদের রুজি রোজগার বন্ধ। যারা ১০০ দিনের কাজের ওপর ভর করে জীবিকা নির্বাহ করতেন। তাদের সেই করুন অবস্থার কথা বিবেচনা করেই রাজ্যের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। যার মাধ্যমে প্রচুর সাধারণ মানুষ উপকৃত হবেন।

