একবিংশ শতাব্দীতে এসে কোথায় যেন হারিয়ে গেছে খেলাধুলো । খেলাধুলা থেকে যেন এক পর্যায়ে উবে গেছে ধুলোর অস্তিত্ব । মুঠো ফোনে দু–চোখ গেঁড়ে ব্যস্ত হয়ে পয়েছে শিশু কিশোর থেকে প্রাপ্ত বয়স্করাও । শিরদাঁড়া বাঁকিয়ে বহুজাতিক সংস্থাগুলোর গেম জগতের কাঠপুতুলে পরিনত হয়েছে নতুন প্রজন্ম । রমরমিয়ে মোবাইল গেমের আড়ালে চলছে জুয়ার আসর । নিত্যদিন ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে নতুন নতুন ভিডিও গেম । আর বসে বসে এই সকল গেম খেলে এক প্রকার অলস হয়ে উঠেছে যুবক, যুবতীরা । এই সবের মধ্যেই ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছে একটু ভিন্ন স্বাদের খেলা । ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে রোলার স্কেটিং । জুতোর নিচে চাকা জড়ানো এই স্কেটে চড়ে যেমন পাওয়া যাচ্ছে ডানা ছাড়াও উড়বার আস্বাদ তেমনি কোনো কোনো স্কেটার বেশ নাম কুড়াচ্ছে সামাজিক মাধ্যমে । ফলে মুঠোফোনের বন্দি দশা থেকে মুক্তি ও নতুনত্বের ছোয়ায় মেতে উঠছে যুব সমাজ । অন্যদিকে শারিরচর্চাও হয়ে যাচ্ছে খানিকটা , ফলে এইদিকে ঝুঁকে পড়ছে কিশোর কিশোরীরা । বতমানের কথার ক্যামেরায় ধরা পড়লো এমনি এক স্কেটার । হেমতাবাদ থানার রনহট্টের সতেরো বছরের যুবক কোয়েশ রেজা স্কেটিং–এ বেশ পরিপক্ক হয়ে উঠেছে । ঘরে বসে গেম খেলার বদলে বাইরের খেলাধুলাকে প্রাধান্য দিতে চায় কোয়াশ

