কোচবিহার
লোকেশন:- মাথাভাঙ্গা
মাথাভাঙ্গা: একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে বিপাকে পড়েছেন মাথাভাঙ্গার বিভিন্ন এলাকার বহু সাধারন মানুষ। এদিন ফাইনান্স কোম্পানির অফিসে ঢুকে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান লোন নিয়ে বিপাকে পড়া মানুষগুলো।জানা গেছে মাথাভাঙ্গা কলেজ সংলগ্ন একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানি থেকে এলাকার বহু মানুষ নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে লোন নিয়েছিলেন। অভিযোগ লোন পরিশোধ করার পরও তাদের লোন পরিশোধ হয়নি বলে বাড়িতে সেই ফাইন্যান্স কর্তৃপক্ষ নোটিশ পাঠিয়েছে। আর তার জেরেই ক্ষোভ জন্মেছে বহু মানুষের মধ্যে।
অভিযোগ কারো ৬ মাস কারো বা তিন মাস আগেই লোন পরিশোধ হয়েছে কিন্তু তারপরও তাদের লোন পরিশোধ হয়নি বলে বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। আবার কেউ লোনের আবেদন না করেও তার নামে এই অফিস থেকে লোন করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই ফাইনাল কোম্পানির ম্যানেজার অভিযোগ স্বীকার করে নিয়ে জানান যারা আগে কাজ করেছে তাদের ভুলের জন্য এমনটা হয়েছে। তবে যে সমস্ত গ্রাহকের এই সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

